Heyalipona Lyrics
- Genre:Pop
- Year of Release:2021
Lyrics
শ্রান্ত বাতাসের কণা
নিভিয়ে দিল আজ জোছনা
প্রতি ধূলিকণায়
লেগে আছে আমাদের ছোঁয়া
কুসুম আবহাওয়ায়,
পাখির গান গাওয়ায়
কাশফুল ফোঁটায়
আমরা আছি শিরায় শিরায়
এত ভাবনা করে কি হবে?
চলো এখন বাঁচি,
এত জেনে কি হবে?
এ খোলা মাঠে
আমরা সবাই স্বাধীন
নাই কোন বাঁধা
আমরা দূরন্ত,
হতাশাহীন
হেয়ালিপনা
সেদিন ভরদুপুরে
পুরনো সেই মাঠের কোণে
জরো হয়ে দেখি
বৃষ্টি পড়ছে মুষলধারে
তবুও আমরা
গুটিয়ে লাল-নীল পাজামা
এক দৌড়ে সবাই মিলে
পেড়িয়ে গেলাম সীমানা
এত ভাবনা করে কি হবে?
চলো এখন বাঁচি,
এত জেনে কি হবে?
এ খোলা মাঠে
আমরা সবাই স্বাধীন
নাই কোন বাঁধা
আমরা দূরন্ত,
হতাশাহীন
হেয়ালিপনা
এ আবহাওয়ায়
মুছে গেছে সব
এ খোলা মাঠে
সব কিছু নিরব
আমরা সবাই
হাসিতেই মশগুল
মনে হলো
বাকি সবই ভুল
এ খোলা মাঠে
আমরা সবাই স্বাধীন
নাই কোন বাঁধা
আমরা দূরন্ত,
হতাশাহীন
হেয়ালিপনা