Shesh Hemonter Brishtite (Acoustic Version) Lyrics
- Genre:Pop
- Year of Release:2023
Lyrics
তোমার সুরে সুর মিলিয়ে
আমি গান বেঁধেছি
এক সুরশূন্য বিকট
কোলাহলে জড়িয়েছি
তোমার মুখে গল্প না শুনে
আমি তোমায় শুনেছি
তোমার কথাগুলোকে
আমি গান ভেবেছি
হঠাৎ তোমার অচেনা কণ্ঠের
সুর চিনেছি
শেষ হেমন্তের বৃষ্টিতে
আমি তোমায় হারিয়েছি
আমার বাঁচার লড়াই
তোমার শহরে
হতশ্রয়ী দেয়াল ঘিরে
জানি সুখ আসবে
কষ্টের পর পরে
তবে কেন চোখ
ছলছল করে?
শেষ বৃষ্টিতে ভেজা সেই
তারাময়ী রাত্রি
ওই ছাড়পোকার কামড়েও ছিল
অদ্ভুত প্রশান্তি
তোমার জন্য আমার
অজানা এক
গভীর আসক্তি
তোমার জন্য বৃষ্টিতে
কাকভেজা হতে
ছিলনা আপত্তি
হঠাৎ তোমার চেনা কণ্ঠ
এমন তো শুনিনি
শেষ হেমন্তের বৃষ্টিকে
আমি এখনো ভুলিনি
আমার বাঁচার লড়াই
তোমার শহরে
বিবর্ণ দেয়াল ঘিরে
জানি সুখ আসবে
কষ্টের পর পরে
তবে কেন চোখ
ছলছল করে?