![Shonali](https://source.boomplaymusic.com/group10/M00/12/24/bd6e176b388e4028a5226bf49f574a17_464_464.jpg)
Shonali Lyrics
- Genre:Pop
- Year of Release:2021
Lyrics
এক সুবর্ণ বিকেলে
তুমি আমি
আর এক কাপ চা
ঝরো হাওয়ায়
তোমার চুল এলোমেলো
দূরে ল্যাম্পপোস্টের আলো
জানালার
বাইরে
তুমি আর আমি বৃষ্টিতে দেখি
এ নতুন পৃথিবী
আকাশে
পুরো মহাবিশ্বের সব রং
জরো হয়েছে একসাথে
তোমার হাসি দেখে
সাদা কালো
শহর রঙিন হলো
তোমার এক আভাসে
ভেজা রাস্তা ধরে
হেঁটে চলি নিরুদ্দেশের পথে
সোনালি মেঘের ঘনঘটায়
পাতাগুলো আজ স্বর্ণালি
নিজেকে
ভাগ্যবান মনে হয়
তোমার সাথে
সব অভিজ্ঞতা করতে পেরে
আকাশে
পুরো মহাবিশ্বের সব রং
জরো হয়েছে একসাথে
তোমার হাসি দেখে
সাদা কালো
শহর রঙিন হলো
তোমার এক আভাসে
তুমি আর আমি
বৃষ্টিতে দেখি
এ সোনালি পৃথিবী
আকাশে
পুরো মহাবিশ্বের সব রং
জরো হয়েছে একসাথে
তোমার হাসি দেখে
সাদা কালো
শহর রঙিন হলো
তোমার এক আভাসে