Boshontodut ft. Sahil Sanjan Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
তুমি এলে পথ পেরিয়ে
বৃষ্টি শেষে মিষ্টি আলোর মতো
বসন্তদূত ফুলের মুকুট
কি মধুর দৃশ্য ও প্রাণপ্রিয়
আমার বাড়ির চৌকাঠে তোমার
রইল নিমন্ত্রণ
বাসন্তীলতা দিয়ে সাজিয়ে
করব তোমায় বরণ
তোমার কাজলচোখে
আমার হাসিগুলো জমে আছে
তোমায় দেখে জমাট বাঁধা
নিশ্বাসগুলো ফিরে আসে
কোকিলের কণ্ঠ যেমন
বসন্ত সকালের সাথী
তুমি সেভাবে আমার থেকো
থেকো আমার অমরাবতী
তুমি বললে মুচকি হেসে
বৃষ্টি হওয়ার কারণ তুমিই তো
ওই চোখদুটো প্রাণবন্ত
কি মধুর সান্নিধ্য প্রিয়
থেকো আমার ঘরে চিরজীবন
তবে অতিথি হয়ে না
তোমায় ছিল কিছু কথা বলার
আমার প্রিয়তমা
তোমার কাজলচোখে
আমার আশাগুলো জমে আছে
তোমায় দেখে জমাট বাঁধা
আশ্বাসগুলো ছুটে আসে
কোকিলের কণ্ঠ যেমন
বসন্ত সকালের সাথী
তুমি সেভাবে আমার থেকো
জীবনের চিরস্থায়ী
আমার প্রিয়তমা
অতিথি হয়ে থেকোনা
আমার জীবনের চিরস্থায়ী
তুমিই পথচলার সাথী
আমার বসন্তদূত
বৃষ্টিঝড়া ফুলের মুকুট
যেন এক অমরাবতী
তুমিই বসন্ত সকালের সাথী