Shubhojatra Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
যেদিন তুমি কনকচাঁপা
কানে গুঁজেছিলে
নীলাভ্র এক ছায়া ছিল
তোমারই আড়ালে
আমার দিকে
ডাগর চোখে তাকিয়েছিলে
ঠিক যেভাবে তুমি তাকাও
আমার দিকে
সেদিন
শেষ বাসে করে ফিরছিলাম ঘরে
থেকে যেতে চেয়েছিলাম
তোমারই আশ্রয়ে
তবে কি এই আমাদের
আকাঙ্ক্ষিত শুভযাত্রা
নিজেকে মনে মনে
শুধাই বারেবারে
তোমায় পাওয়ার
বড়ই সাধ ছিল তবে
সাধ্য ছিল না রে
ছিল না রে
বিচ্ছিন্ন হলো
রাস্তার পর রাস্তা
তবে আমরা
হলাম না
ছিল এক অশভনীয় ভয়
জানিনা কি হয়
সকালের চাঁদটা ক্ষয়ে যায় কি না যায়
তবুও মনে বেজে চলছিল
তোমার প্রতিধ্বনি
এসেছি তোমায় ভালোবাসতে
তা না হলে আসিনি
তবে কি এই আমাদের
আকাঙ্ক্ষিত শুভযাত্রা
নিজেকে মনে মনে
শুধাই বারেবারে
তোমায় পাওয়ার
বড়ই সাধ ছিল তবে
সাধ্য ছিল না রে
ছিল না রে