![Shomapti](https://source.boomplaymusic.com/group10/M00/11/12/f9990756d809414eae96eb07bd728ed7H3000W3000_464_464.jpg)
Shomapti Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
বাতাসে ছিল
একাকিত্বতা
যেদিন তোমার সাথে আমার শেষ দেখা
হোক সে দেখা অদেখা
চোখে বাঁধা গোলকধাঁধা
ক্ষয়ে গেল
সকালের চাঁদটা
তোমার সুরে সুর মিলিয়ে
আমি গান বেঁধেছি
তুমি যে ছিলে আমার লুকোনো রাগিণী
ও প্রিয়
বৃষ্টি থামার কারণ তুমিই তো
আমার সবটুকু
আশা জুড়ে ছিলে তুমি
এ কি রূপকথার সমাপ্তি
শুধু চাই পুরনো দিনগুলো পেতে
কখনো
তুমি আমার ছিলে কি