Ragini Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
রোদের আলোয় মুখরিত
পথ জুড়ে তোমার বিস্তৃত ছায়া
মেঘে ঢাকা তোমার হাসি
এক দূর্লভ দৃশ্য
অদ্ভুত এক মায়া
তোমার গান
যেন এক ছলনা হায়
অদ্ভুত অপরূপ
তোমার মাঝে
স্বর্গসুখ পেয়েছি হায়
এক অনন্য সুখ
তোমার রঙে রোদ ঝলমলে
বসন্তের সুবাস তোমায় ছুঁলে
তোমার জন্য এক গুচ্ছ মালতী
তোমার সাথে শত ফাগুন বাকি
তোমার জন্য ভুলচুক আঁকাআঁকি
তুমি আমার আঁধারের সাঁঝবাতি
তোমার সুরে আমি ডুবুরি
তুমি আমার লুকোনো রাগিণী
তোমার বলা কথাগুলো
যেন বৃষ্টির আওয়াজ
আমি নিস্তব্ধ
তোমার চোখের গড়ন যেন
এক অপরূপ নকশা
আমি মন্ত্রমুগ্ধ