Ek Shuru Na Howa Golpo Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
এক অপরাহ্নের
মিষ্টি আলোতে
তুমি আমায় রঙিনভাবে ডেকে বললে
ইন্দ্রাণীর মতো
তোমায় লাগছে
এক লালরাঙা স্তব্ধতায় গেলাম ছেঁয়ে
তোমার সাথে এই আষাঢ়ের
বৃষ্টি বাদলে ভিজতে চাই
তোমার সাথে এই রাত্তিরের
সকালটা দেখতে চাই
এক শুরু না হওয়া গল্প আমাদের
এক তুমি আর আমি এ অবাস্তব জগতে
এক না শোনা গান তোমার কন্ঠস্বরে
যে গান ছিল সারাজীবন
আমার মনের মাঝে
বাতাসে ছিল
একাকিত্বতা
যেদিন তোমার সাথে আমার প্রথম দেখা
লাজুক আমি
ভাষা খুঁজে পাইনি
তবে আমাদের চোখ বলেছিল কথা
ওই বাতাসে তোমার আভাসে
ছড়িয়েছিল এক মোহ
তোমার সাথে চাই দেখতে
এই রাত্তিরের প্রহর
এক শুরু না হওয়া গল্প আমাদের
এক তুমি আর আমি এ অবাস্তব জগতে
এক না শোনা গান তোমার কন্ঠস্বরে
যে গান ছিল সারাজীবন
আমার মনের মাঝে
তুমি ভোর রাতে
পূর্ব আকাশের সেই
প্রভাতী তারা
তোমার শ্বাস কেড়ে
নেওয়া চোখদুটো দেখে
কাঁপে কুয়াশাও
এক শুরু না হওয়া গল্প