![Manush Emon Keno Hay](https://source.boomplaymusic.com/group10/M00/02/07/ffad72a7866443f997a47626f242ac6cH3000W3000_464_464.jpg)
Manush Emon Keno Hay Lyrics
- Genre:Folk
- Year of Release:2025
Lyrics
ও মানুষ এমন কেন হায়
মায়া দিয়া দূরে চইলা যায়
হায় রে
মায়া দিয়া দূরে চইলা যায়।।
যতনে রাখি যারে
এই বুকেরও পিঞ্জরে
অ সে আমারেই কান্দায়
মায়া দিয়া দূরে চইলা যায়
হায় রে
মায়া দিয়া দূরে চইলা যায়।।
ক্ষণিকেরই সুখের লাগি
হয় যারা আপন
অভিনয়ে ভুলায় তারা
দহন করে মন
দূরে সরে যাবে বসে
বুকের কলিজায়।।
দখল করে মনে বাড়ি
হারায় চাবি নিয়া
হাসি মুখে এসে তারা
যায় যে কান্দাইয়া
নিষ্ঠুরেরও মতো একদিন
নিয়া যায় বিদায়।।