Kosto Paichi Mone Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
তুমি নিজের মুখে বইলা ছিলা, ভুলবো না জীবনে
রাখলো নাতো দেয়া কথা, মন মিশাইয়া মনে
প্রেম কইরা তোমার সনে
ব্যথা পাইছি মনে আমি
কষ্ট পাইছি মনে
১/ তোমার মুখ দেখিয়া বুঝি নাই তো
মনে ছিলো ছল........
তোমার কথা ভাবলেই এখন
চোখে আসে জল
আমার মতো তুমিও একদিন
কান্দি বা গোপনে ( ২ বার )
২\ তোমার হাসিটুকুই ছিলো সরল
নিস্পাপ যেমন ফুল
আমি কেনো এই পৃথিবীর
সবাই করবে ভুল
তিলে তিলে পুড়াও তুমি
নিরবে দহনে (দুই বার)