Bissho Harami Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
োমরে বিশ্বাস কইরা মন দিয়াছি
মন দিয়াছি
তুমি তো আমার সাথে করলে বেইমানি
তুমি বন্ধু বিশ্ব হারামি
ও বন্ধুরে তুমি একটা বিশ্ব হারামি
মিষ্টি মিষ্টি কথা কইয়া
করছো আমায় পাগল
তোমার ভালোবাসা বন্ধু
ছিল না গো আসল
সহজ সরল পাইয়া আমায়
করছো কলংকিনি
তোমার প্রয়োজনে আসো
ছুটে আমার কাছে
আমি ছাড়াও তোমার মনে
অন্য মানুষ আছে
তোমার মনের ছল চাতুরি
সবই আমি বুঝি