Tomar Bebohare Buija Gechi Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
তোমার ব্যবহারে বুইঝা গেছি
ব্যবহারে বুইঝা গেছি
আমি তোমার কেহ না
আমি তোমার কেহ না
আমার লাইগা তুমি কান্দোইনা
ও বন্ধু রে আমি তোমার আপন মানুষ না
আকাশ বাতাস সাক্ষী রাইখা
কথা দিয়েছিলে
আমি তোমার আপন মানুষ
সত্যি বলেছিলে
সব ই তোমার আভিনয়
বোঝেনাই গো এই হৃদয়
মিথ্যা কথা কইছো তুমি
আমায় ভালোবাসো না
বুইঝা গেছি আমি তোমার কেহ লাগি না
আমি তোমার আপন মানুষ হইতে পারলাম না
এপার ওপার থাকবা সাথে
হইবা নাগো পর
তোমার লাইগা মরতে পারি
ছাড়তে পারি ঘর
তোমার এসব ছলনা
আমার জানা ছিলোনা
সময় বুঝে পল্টি নিছো
আমার কথা ভাবলেনা
ঐ