![Hoilana Apon](https://source.boomplaymusic.com/group10/M00/10/24/9ead62985e484afdbe5b55eaef501919H3000W3000_464_464.jpg)
Hoilana Apon Lyrics
- Genre:World Music/Folklore
- Year of Release:2023
Lyrics
হইলানা হইলানা রে বন্ধু
হইলানা আপন
শীত বসন্ত সবই গেল
বুঝলানা রে মন।
ভরা নদীর মতো যখন
মনেতে প্রেম আসে
মন যমুনায় চায় রে শুধু
প্রেমের তরী ভাসে।
মনের মাঝে উথাল পাথাল
করে সারাক্ষণ।
হইলানা হইলানা রে ———
মনবাগানে ফুল ফুটিল
ভ্রমর নাহি আসে
ফুলের মধু শুকায় ফুলে
নয়ণ জলে ভাসে।
বোঝেনারে তার বিহনে
আনচান করে মন।
হইলানা হইলানা রে ———