Jibone Morone Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
প্রেমের শুল থাকিবে জিবনে মরনে
কথা : তামভীর আহমেদ
সূর মামুন আফনান রুমি
আমার বিষন কষ্ট মনে
জানে ওই বিধাতা জানে
তোমায় আমি ভালবাইসা
দুঃখ পাইলাম প্রানে
""বন্ধু তোমার ভালোবাসা ছিলো অন্যের সনে
তোমার প্রেমের শুল থাকিবে জিবনে মরনে""
প্রেম যদি না করতাম আমি
বুঝতাম নারে জ্বালা
তোমার সনে ভাব করিয়া
অন্তর পুইড়া কালা
দিবানিশি কান্দি এখন
পুরি প্রেম আগুনে
তোমায় আমি ভালবাসি
জানিতো সকলে
কোন পাশানে বান্ধিয়া মন
আমায় ভুইলা গেলে
মায়া নাইরে তোর অন্তরে
ব্যাথা দিলি মনে।।