BONDHU TUMI LOYAL NAKI DOYAL Lyrics
- Genre:Indian Music
- Year of Release:2024
Lyrics
মুখ দেখিয়া ভাবছি বন্ধু
তুমি অনেক লয়াল
অব শেষে বুইঝা গেছি
তুমি জাতির দয়াল
নিজের সুখ খুজতে গিয়া
আমায় দিলা মাটি
বুইঝা গেছি বন্ধু তোমার
চরিত্র নয় খাটি রে...
সত্যি কথা বলছি তোমার
চরিত্র নয় খাটি***
বন্ধু তোমার মুখের কথায়
বিশ্বাস নাই রে আর
বিশ্বাস কইরা তোমায় বন্ধু
ঠকছি বারে বার
একটা ছারো একটা ধরো
এটাই তোমার সভাব
তোমার মনে খাটি ভালোবাসার
বড়ই অভাব
***নিজের সুখ খুজতে গিয়া
আমায় দিলা মাটি
বুইঝা গেছি বন্ধু তোমার
চরিত্র নয় খাটি রে...
সত্যি কথা বলছি তোমার
চরিত্র নয় খাটি***
মুখে মধু অন্তরেতে বিষ
বিশ্ব হারামি
বুইজা গেছি বন্ধু তুমি
আস্থ গিরগিটি
খনে খনে বদলাও রঙ
তোমারই অভ্যাস
সুযোগ পাইলে করতে পারো
হাজার সর্বনাস
***নিজের সুখ খুজতে গিয়া
আমায় দিলা মাটি
বুইঝা গেছি বন্ধু তোমার
চরিত্র নয় খাটি রে...
সত্যি কথা বলছি তোমার
চরিত্র নয় খাটি**