Je Ador Bujhe Na Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
অ যে আদর বুঝেনা
অ যে মায়া বুঝে না গো
তার সাথে পিরিতি চলনে না
না গো
তার সাথে পিরিতি চলে না
১/ যে বুঝেনা আদর সোহাগ
দুরেই রাইখো তারে
কাছে টানলে এক মিনিটেই
মন টা ভাংতে পারে
ভালোবাসা মায়ার বাদন সে বুজিবে না
২/ ভুল করেও যদি কাউরে
ভাবো মায়ার মানুষ
কথায় কথায় আঘাত দিবে
ধরবে তোমার দুশ
তার জন্য যা করবা তুমি মনেই রাখবে না