![Icche Moto Amare Kadao](https://source.boomplaymusic.com/group10/M00/11/16/460a1e14216247d99c7159c83f3731e1H3000W3000_464_464.jpg)
Icche Moto Amare Kadao Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
আমার বুকে ব্যাথা দিয়া
তুমি কী গো শান্তি পাউ,
বন্ধু তোমার ইচ্ছে মতো আমারে কাঁদাউ।।
সুখের লাগি প্রেম করিয়া
বাসি দুঃখের সাগরে,
তুমি তো ছিলানা আমার
বুঝলাম অনেক পরে।
আমায় থইয়া প্রেম নদীতে
কারে লইয়া নৌকা ভাউ।।
জ্বইলা পুইড়া বন্ধু আমার
ভিতর হইলো ছাই,
তবু বন্ধু তুমি ছাড়া
এই মনে কেউ নাই।
আমার চোখে ঘুম আসেনা
কার বুকে তুমি ঘুমাউ।।