Ekjon Probashi Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
একজন প্রবাসী
মুখে যার নাই হাসি
সে বোঝে প্রবাস জীবন কি
পরিবারের সুখের তরে
জীবনটা কে বাজী ধরে
কাজ করে যায় দূর প্রবাসে
ঝরিয়ে দুই আঁখি
আসবে কবে মায়ের বুকে
দেখবে মায়ের মুখ
ইচ্ছে গুলো মনে পুষে
আশায় বাধে বুক
প্রিয়জনের অপেক্ষাতে
জীবনের শেষ বেলাতে
ততদিনে মনের মানুষ
হয়তো দেবে ফাঁকি
দেশের কথা পড়লে মনে
অশ্রু জমে চোখে
বৃদ্ধ বাবার মায়াবী মুখ
আঁচড় কাটে বুকে
ফিরবে কবে নিজ বাড়িতে
দেখা হবে সবার সাথে
প্রশ্ন জাগে মনের মাঝে
ফেরা হবে না কি