Buker Pinjore Lyrics
- Genre:Hip Hop & Rap
- Year of Release:2024
Lyrics
আমি তোরে রাখছিলাম এই
বুকের পিঞ্জরে
ফাকি দিয়া গেলি বন্ধু
রইলি কোন দূরে
দয়া মায়া বলে কিছুই
নাইরে তোর মনে
সুখ পাইলাম না এক রত্তি ও
প্রেম করে তোর সনে
ভাবলে তোরে ভিতর পোড়ে
দাউ দাউ কর
ফাকি দিয়া গেলি বন্ধু
রইলি কোন দূরে
তুলনাহীন বন্ধুরে তুই
তোর তুলনা নাই
মন সপিয়া বন্ধু তোরে
হইলাম পুইড়া ছাই
চোখে নদি নিরবধী
অঝোর ধারায় ঝরে
ফাকি দিয়া গেলি বন্ধু
রইলি কোন দূরে