Tor Ovinoy Lyrics
- Genre:Soul
- Year of Release:2024
Lyrics
তুই যার জন্য
আমায় করে গেলি পর
ভুল করে আর
আমি খুজবোনা তোর অন্তর
জেনে গেছি তোর
সকল অভিনয়
বুঝে গেছি
মেনেছি পরাজয়
বলবোনা কখনও আর
ভালোবাসি তোকে
যতই নামুক জল
এই দু চোখে
খুজবোনা আর
তোর মনের অলিগলি
নিজের মত আজ
একাই চলি
কোনদিন যদি
দেখা হয়ও আবার
জানতে চাসনে
কোণ খবর আমার
নিস তুই ভেবে
আমি গেছি মরে
তোর আঙিনা ছেড়ে
অনেক দূরে