Babu Ta Ar Valobasena Lyrics
- Genre:Hip Hop & Rap
- Year of Release:2023
Lyrics
মোবাইল ফোনে ভিডিও কলে কেউতো ডাকেনা
ইন্টারনেট প্যাকেজ কেনার দরকার পড়ে না
পরিচিত রিংটোন টাও আর তো বাজেনা
পাগলি-সোনা বলে মেসেজ কেউতো লিখে না
বাবুটা আর ভালোবাসে না
বাবুটা আর ভালোবাসে না
ফেসবুক আর ম্যাসেঞ্জারে হয়না যাওয়া আর
বুকের ভিতর কষ্টের স্মৃতি করে হাহাকার
বাবুটা পালিয়ে গেছে ধরে অন্যের হাত
তবু তার জন্য আমি কাঁদি সারারাত
স্বপ্নেও ভাবিনি সে করবে ছলনা
বাবুটা আর ভালোবাসেনা
একদিন ঠিক বুঝবেরে সে আমার প্রয়োজন
হয়তো সেদিন থাকবোনা আর, হবেরে মরন
ভালোবাসার নামে যদি দুঃখ কেউ দেয়
উপরওয়ালা তার জীবনের সুখটা কেড়ে নেয়
ছলনায় কখনো যে শান্তি মেলেনা
বাবুটা আমাকে আর ভালোবাসেনা