Hoilam Ami Lash Lyrics
- Genre:Folk
- Year of Release:2023
Lyrics
বন্ধুরে তো পিরীতে
লাশ বানাইলি আবার আমায়
জিন্দা থাকিতে
তোর পিরীতে মন মজাইয়া
হইলাম আমি লাশ
করব হইলো এখন আমার
আপন নিবাশ।।
সুখের আশায় কাইড়া নিলি
আমার বাড়ি ঘর
আপন হবি কইয়া রে তুই
হইয়া গেলি তুইতো এখন পর
আমার এমন চলে যাওয়ার
তোর তাতে বা কি আসে যায়
বিদায় বেলায় দেখলাম না জল
তোর চোখেতে।।
দাফন কাফন করাইলি তুই
দিলি না রে কাপড়
জানাজা না পড়াইয়া
শোয়াইলি তুই কবরের ভেতর
আমার এমন অকাল দশা
মিটলোনারে পাওয়ার আশা
পিরীত কইরা ভাসি এখন
চোখের জলেতে।।