Takar Nesha Lyrics
- Genre:Folk
- Year of Release:2023
Lyrics
টাকার নেশায় পইড়া মানুষ
হারাইয়োনা হুশ
টাকা টাকা কইরা আর
হইয়োনা বেহুশ
টাকা কি আর সঙ্গে যাইবো
ওরে বেকুব মন
টাকা টাকা কইরা কেনো
দুনিয়ার কান্দন
টাকার লোভে মানুষ থেকে
হয়রে অমানুষ
টাকা টাকা কইরা আর
হইয়োনা বেহুশ
মইরা গেলে সবই মাটি
ভাবো রে একবার
টাকা কড়ি পইড়া রইবো
দুনিয়ার উপর
প্রভুর কথা স্মরণ করো
খাইয়োনা আর ঘুষ
টাকা টাকা কইরা আর
হইয়োনা বেহুশ