Ore O Beiman Lyrics
- Genre:Pop
- Year of Release:2023
Lyrics
মনে কি পড়েনা আমায়
ওরে ও বেইমান
বুকটা আমার ভাঙ্গা বাড়ি
দুখেরই শ্মশান
বুকটা আমার ভাঙ্গা বাড়ি
দুখেরই শ্মশান
মিছে প্রেমের নাটক কইরা
করলি অপমান
বুকটা আমার ভাঙ্গা বাড়ি
দুখেরই শ্মশান এখন
বুকটা আমার ভাঙ্গা বাড়ি
দুখেরই শ্মশান
ছল চাতুরী ক্যান করিলি
কাইড়া নিলি সুখ
এই জীবনে দিয়া গেলি
না পাওয়ার অসুখ
অবুঝ মনের ভালোবাসার
এই কি প্রতিদান
বুকটা আমার ভাঙ্গা বাড়ি
দুখেরই শ্মশান এখন
বুকটা আমার ভাঙ্গা বাড়ি
দুখেরই শ্মশান
চোখ ভরিয়া কানবি রে তুই
পাইবিনা রে কূল
পাপের বোঝা হইলে ভারি
গুনবি রে মাশুল
আসবে রে তোর এমন সময়
চিনবিনা বাম ডান
বুকটা আমার ভাঙ্গা বাড়ি
দুখেরই শ্মশান এখন
বুকটা আমার ভাঙ্গা বাড়ি
দুখেরই শ্মশান