Ki Obostha Khalato Lyrics
- Genre:Hip Hop & Rap
- Year of Release:2023
Lyrics
ভাই সবই জানোতো
তোর গার্লফ্রেন্ড মোট কয়ডা
বেশী না ভাই ছয়ডা
ওরে খাইছে খাইছে মাইরালাইছে
আমার ইজ্জত শেষ
কেমনে এতো ম্যানেজ করোছ
বিরূপ পরিবেশ
ভাই ছয়ডা সিমে ছয়ডা গার্লফ্রেন্ড
রুটিন মাফিক চলি
ছমছ্যা হয়না ভাই
ইনভেস্ট মুখের বুলি
কি অবস্থা মামাতো
ভাই আমি ক্লান্ত
ক্যান রে কি হইলো তোর
ভাই বউয়ের চোখে আমি চোর
ক্যান আবারও কি শালীর লগে
ইটিস পিটিস করোস রে
নিজের বউ থুইয়া ক্যান
শালী লইয়া মরোস রে
স্বভাব তো ভাই কু মার্কা
কেমনে বদলাই বড় ভাই
কন্যা রাশির জাতক আমি
নজর দিলেই পাইয়া যাই
কি অবস্থা ফুফাতো
বিদেশ যাইমু জানো তো
সুন্দরী বউ থুইয়া যাইবি
ফিইরা আইয়া পাবিতো
ট্যেকার লাইগা বিদেশ যাইমু
ট্যেকা ছাড়া সব ফাঁকা
শাড়ী গয়না কিইনা দিমু
বউ থাকবো ঝাকানাকা
আবে অন্যের লগে প্রেম করবোনা
আছে নি তাঁর গ্যারান্টি
ডাইনে বাঁয়ে প্রেমিক ভরা
পোহাইছনা রে ভোগান্তি
কি অবস্থা চাচাতো
মরিনাই আছিতো
তোর বউ নাকি তোরে কিলায়
হম জনে জনে প্রেম বিলায়
কইয়োনা ভাই ড্রেনে পরছি
মান ইজ্জত আর রইলোনা
বিয়া কইরা আছি মইরা
সুখে থাকা হইলোনা
চালু মাইয়্য্যা আইছোছ লইয়া
এমন দশা হইবোই তো
তোর টাকলা মাথায় গোবর ভরা
লোকজন এমন কইবোই তো
কি অবস্থা পাড়াতো
বাড়ি করছি জানোতো
জানই জানি সবই জানি
তাইলে শোনো নয়া কাহিনী
বাড়ির ডিজাইন লইয়া
চিন্তায় আছি
হইতাছে না পছন্দ
বাড়ির মত বাড়ি করমু
আহা কি যে আনন্দ
সবই বুঝলাম সবই মানলাম
কবরে তো নাই জাগা
এত্ত কিছু কেমনে লইবা
আফছোছ ওরে অভাগা
ঠিক কইছোছ ভাই দামী কথা
এমন কইরা ভাবি নাই
পরকালের ভাবনা তো ভাই
ভুলে মাথায় আনিনাই
কিছু আবুল আছে যারা
টাকার পিছে দৌড়াইয়া
জীবন যৌবন সব খুয়াইলো
শেষে রইলো চেগাইয়া
আলোর পথে ভালোর পথে
চলো সবাই পা বাড়াই
মইরা গেলে সবই মিছা
মিছা দুনিয়ার বড়াই
মরিয়া যাইমুরে একদিন
মরিয়া যাইমু এই জগতের মোহ মায়া
ছাড়িয়া যাইমু