Aj Bujhbina Bujhbi Kal (Mazedur Manik) Lyrics
- Genre:Hip Hop & Rap
- Year of Release:2023
Lyrics
আজ বুঝবিনা বুঝবি কাল
তুলবি নিজেই নিজের ছাল
পিরিতের আকাল ভবে
পিরিতের আকাল
বাহির থেকে দেখতে ভালো
আসলে ভিতরে কালো
সবই তোর ভেজাল বন্ধু
সবই তো ভেজাল
আর কারে বল বিশ্বাস করি
বিশ্বাসেও ভেজাল
গোলেমালে পিরিত করে
ঘটাইলাম জঞ্জাল
বাহির থেকে দেখতে ভালো
আসলে ভিতরে কালো
সবই তোর ভেজাল বন্ধু
সবই তো ভেজাল
মনের মাঝে ধরলে রে ঘুণ
ভাঙ্গে মনের ডাল
তিলে তিলে নষ্ট জীবন
নষ্ট মহাকাল
বাহির থেকে দেখতে ভালো
আসলে ভিতরে কালো
সবই তোর ভেজাল বন্ধু
সবই তো ভেজাল
দেইনা রে দোষ বন্ধু তোরে
সবই যে কপাল
পিরিত কইরা সাধের দেহ
হইলোরে কঙ্কাল
বাহির থেকে দেখতে ভালো
আসলে ভিতরে কালো
সবই তোর ভেজাল বন্ধু
সবই তো ভেজাল