Joratali Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2024
Lyrics
অপরাগতায় অপরাজিত যত শরীরের চিহ্ন
রাস্তায় রাস্তায় হেঁটে ক্ষণস্থায়ী কোনো আগামীর জন্য
মেনে নেয়া না মেনে নেয়া সব অনুভূতির রেশ
কুড়িয়ে জমিয়ে জোড়াতালি মেরে কিছু স্বপ্নের সমাবেশ
ঘুরছে চাকা ধুলোয় ঢাকা সময়
নিয়ন আলোয় কাকেরা সব কোথায়
উড়ছে ধোঁয়া তেলে মাখা বিনয়
পথের বাঁকে পৃথিবীর বিস্ময়
ইটের উপর ইট
ভুল ভরা সব ঠিক
পথে পথে আজও চলছে জীবন
দিক হারিয়ে বিদিক
লাশের পাশে হাঁটে লাশ
বিভ্রান্তির সন্ত্রাস
আমার ঘৃণ্য শীতল স্পর্শ থেকে
দূরে সড়ে যায় আকাশ