Oshukh Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2024
Lyrics
ওষুধের পাতা সব এলোমেলো থাকে কেন?
মনোযোগ দিলে চোখে আয়না ভাসে
দুর্ভাবনা এড়িয়ে যখনই সুবাসী মন
ঘড়ি ডেকে বলে তোর ১২টা বাজে।
শরীরে যুদ্ধ চলে জীবাণু ও মনোবলে
জোয়ারে ভাটাতে তাপ গলা ছেড়ে হাঁকডাকে
গভীরে আগুন জ্বলে আসেনা যে ঘুম তবু
কোনমতে টিকে নিরুপায়।
সবাই বলে তেঁতো স্বাদের শেষে মেলে স্বাদ জীবনের
যেদিক তাকাই অভিজ্ঞতায় তিক্ততার প্রভাব থেকে যায়
কেন এমন হয়?
এসবের ওষুধটা কোথায়?
আমার ভালো লাগেনা
এত অসুখের যাতনা।
চলছে চলবে ধুঁকে ধুঁকে বাঁচতে
সুখ নেই সুখ নেই অসুখই তো থাকবে।
শরীরে যুদ্ধ চলে জীবাণু ও মনোবলে
জোয়ারে ভাটাতে তাপ গলা ছেড়ে হাঁকডাকে
গভীরে আগুন জ্বলে আসেনা যে ঘুম তবু
কোনমতে টিকে নিরুপায়।
সবাই বলে তেঁতো স্বাদের শেষে মেলে স্বাদ জীবনের
যেদিক তাকাই অভিজ্ঞতায় তিক্ততার প্রভাব থেকে যায়
কেন এমন হয়?
এসবের ওষুধটা কোথায়?
আমার ভালো লাগেনা
এত অসুখের যাতনা।
ওষুধের পাতা সব এলোমেলো থাকে কেন?
মনোযোগ দিলে চোখে আয়না ভাসে
দুর্ভাবনা এড়িয়ে যখনই সুবাসী মন
ঘড়ি ডেকে বলে তোর ১২টা বাজে।