Ei tumi Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2024
Lyrics
ছায়ার উপর পড়লে ছায়া গাঢ় হয়না ধূসর
দম ফুরালে সবার বোধহয় ঠিকানা এক কবর
গত রাতের ছায়াগুলো সেরকমই ছিল আমার
আগের আঁধার জাপটে ধরে মিলে গিয়েছিল
তোমার সাথে ভাগ করে নিয়েছি বলে সেটাও দেখো
ভোরের আলোর সাথে হালকা হতে হতে উধাও
দেখি এই তুমি যে সেই তুমি আর নও
বদলে যাওয়ার সাথে হয়ত ফায়দা থাকবে তাই না
সবই বদলে যাচ্ছে মনের রঙ বদলায় না
তোমার বাড়তি আলো আমার বাড়তি আঁধার মিলে মিশে
জট পাকাবে আবার আমার বিছানার বালিশে
এমন মাথা নষ্ট হবার অপেক্ষাতে বসে
ভাবি কি পেলাম কি হারতে হল এমন হিসাব কষে
আসলে এসব কথা তোমার জন্য নয়
আমি আয়নাতে তাকালে শুধু অন্য কাউকে পাই…
বুঝি এই আমি যে সেই আমি আর নই।