Prarthona Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2024
Lyrics
ঘুমের মাঝে জেগে থাকা স্বপ্ন ভেঙে
বাস্তবতা থেকে একটু ভিন্ন পথে
দুঃস্বপ্ন আর দুঃস্বপ্নের মাঝে আরও কিছু স্বপ্নে
আবারও তোমার জন্য দুহাত পেতে দাঁড়িয়ে
বাতাসে ওড়া শত অভিযোগ আর ধুলোর স্পর্শে - চিন্তার ঝড়ে ডুবে অন্ধ ঘর বন্ধ দরজা
দুর্ভাগ্যের পূর্বাভাসে তালা ঝুলছে ভাঙা হৃদয়ে
বিদ্যুৎ চিৎকারে চোখ কান চেপে ঘুমের প্রার্থনা
আমি ঝড়ের বাতাসে নিজেকে জড়িয়ে ডেকেছি তোমায় চিৎকার করে
তুমি শুনতে পাবে না জেনেও
স্বপ্নের মাঝে বাস্তবতা খুঁজে আশাবাদী আজও
আমি বেঁচে আছি এখনও
হাজার পথের গল্প শেষে একই রাত একই সকাল
প্রলয় ক্ষণে তীব্র জোছনা - উপহাস -যেন দীর্ঘশ্বাস
তবু ইতিহাসের বারণ ভুলে ঝড়ের আগে স্তব্ধতাকে
প্রার্থনার প্রত্যুত্তর ভেবে ছুটে যাই- খুঁজে পাই