Ajker Purono Khobor Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2024
Lyrics
অবশেষে চিন্তাহীন
বেশি রাত জেগে দিন নগরের নাগরিক
কপালের ভাজে আঁকা উল্কি
আলোকিত বাজারে চিন্তার জাহাজে
কেউ বাধভাঙ্গা প্রগতিশীল
কোনো মহা বিদ্রোহ চাপে সমাধান দূরে দেখে
একলা আকাশের চিল
কাটে রাত জেগে দিন নগরের নাগরিক
গাও গলা ছেড়ে
না না না
অবাক ভুল হাওয়ায় চিঠির আনাগোণা
ঢেউয়ের তালে শহর
আজকের পুরোনো খবর
এখানে দুপুরে কুয়াশা
আমাদের পচিশেই গোধুলি
অচেনা স্মৃতিঘেরা চিঠির পাতায়
আর নীল কাগজে কবিতা
এখানে দুপুরের কুয়াশা
আমাদের পচিশেই গোধুলি
ইচ্ছেকেও মিথ্যে বলে দিচ্ছে স্লোগান
নুয়ে পড়া অপরাজিতার গান
গাও গলা ছেড়ে
না না না
অবাক ভুল হাওয়ায় চিঠির আনাগোণা
ঢেউয়ের তালে শহর
আজকের পুরোনো খবর
কার অজানা কাদের মুখে জানা
আবার ভুল পথে রোদের আনাগোণা
কাদের দিন গোণা
কাদের সূচনা
ঢেউয়ে ভেসে শহর
আজকের পুরোনো খবর
না না না
অবাক ভুল হাওয়ায় চিঠির আনাগোণা
ঢেউয়ের তালে শহর
আজকের পুরোনো খবর