Upozilla Guest House Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2024
Lyrics
আকাশ মৃদু বাতি জ্বেলে পাহাড়ের পিছে
উড়োজাহাজ উড়ে চলে তারাদের ভিড়ে
নদীর জলে ছায়া দোলে সূর্যটার ঋণের আভায়
ঝি ঝির তালে মেঘের আদর সবুজ পাহাড় জড়ায়
আমাদের সন্ধ্যা গড়ায়
এই কর্ণফুলীর তীরে
অন্ধ বধির মনে জানালা খুলে যায়
এক দমকা বাতাস এসে পশলা বাদল ঝরা বৃষ্টির পর্দা ওড়ায়
আর মায়ার চোখে জোয়ার দেখে সময় থেমে যায়
আর মায়ার চোখে জোয়ার দেখে সময় থেমে যায়
ভোরের আলো মিশে গেছে সবুজ নীলাভ মাটির রঙে
স্নিগ্ধতায় আঁকাবাঁকা সেগুন ছায়ায় পথে
হঠাৎ রোদে হঠাৎ ছায়ায় হঠাৎ ঝরে বাদল
তোমার মনের প্রতিফলন বেশে শান্ত শীতল জল
আমাদের দিন বয়ে যায়
এই কর্ণফুলীর তীরে
অন্ধ বধির মনে জানালা খুলে যায়
এক দমকা বাতাস এসে পশলা বাদল ঝরা বৃষ্টির পর্দা ওড়ায়
সন্ধ্যা গড়ায়
এই কর্ণফুলীর তীরে
অন্ধ বধির মনে জানালা খুলে যায়
এক দমকা বাতাস এসে পশলা বাদল ঝরা বৃষ্টির পর্দা ওড়ায়
আর মায়ার চোখে জোয়ার দেখে সময় থেমে যায়
আর মায়ার চোখে জোয়ার দেখে সময় থেমে যায়.