Shokaler Bhalolaga Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2024
Lyrics
আহা চাঁদের আলোয়
কুয়াশায় ভেজা জল উড়ে যায়
আজ রাতের শেষে
মন খারাপের ভান পড়ে থাক
যেন উদাস পাখি
গান গেয়ে অভিমান ভাঙাবে
sei ধুলো মাটিr
বুক জুড়ে শহরের পাহাড়ায়
শত ডোবা চাঁদ
শত সূর্যের লাল
বেখেয়ালে কেটে কত নির্ঘুম রাত
ধোঁয়া ধোঁয়া রোদ ধোঁয়া ঘোলা চেহারা
সব ভেসে উঠছে আমার চোখে
তোমার চোখে
সকালের ভালো লাগা বিকেলে মিলিয়ে
সকলের ভালোবাসা আজ রাতে কোথায়? (২)
আহা আকাশে বাতাসে
ওড়ে সুতো ছেড়া ঘুড়ি
শেষ দুপুর বেলাতে
কোনো চেনা অনুভবে
মিশে থাকা ক্লান্তি
আর ভুলে কাছে টেনে নেওয়া কোনো ঘুম
বুকে জড়িয়ে আজও
অপেক্ষা
বনলতা জাল গলে ঝাকে ঝাকে তারা
অমানিশা মোহে যেন হতবাক
চোখে বাঁকা চাঁদ মুখে বাঁকা উপহাস
সব জ্বলে উঠছে
আমার আকাশে তোমার আকাশে
শত ডোবা চাঁদ শত সূর্যের লাল
বেখালে কেটে কত নির্ঘুম রাত
ধোঁয়া ধোঁয়া রোদ ধোঁয়া ঘোলা চেহারা
সব ভেসে উঠছে
আমার চোখে তোমার চোখে
সকালের ভালো লাগা বিকেলে মিলিয়ে
সকলের ভালোবাসা আজ রাতে কোথায়? (২)
আমাদের ভালোবাসা আজ রাতে কোথায়?