Bharay Chalito Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2024
Lyrics
চারটা দেয়াল আর চার চোখে সয়ে গ্যাছে
জং ধরা রংচটা দৃশ্যমানের ভীর
রোদ এসে বসে কিছুক্ষণ পর চলে যায়
রোজকার কথোপকথন শেষে আগামীতে।
বিছানার আধেক জুড়ে অতীত ঘুমিয়ে আছে
বাকিতে নগন্যতা মাঝে মাঝে নড়েচড়ে
ভাবে কত কিছু- গুনে গুনে মাথাপিছু কত
ঋণের দড়িতে বাঁধা পড়ে আছে সে
আর কত ভাড়াতে মিলে ঝিলে মিটে যাবে দেনা
আর ভাবতে হবেনা সেই সায়েন্সল্যাবের মোড়ে
কাঁচের ওপারে নীল সাজানো গিটারটা কেনা হবে কিনা
আর কত এভাবে ঠেলে ঠেলে দিন চলে যাবে মুক্তির অভাবে
কবে গাইতে গিয়েও গান থমকে যাবেনা প্রাণ
থাকবেনা ভাড়া বাকি পাহাড় সমান?
তাই ক্ষমাসুন্দর তুমি, ধৃষ্টটা নয়-
সব ভাড়ায় চালিত তাই ভাড়ায় চলতে হয়
হ্যা আমি ভাড়ায় চালিত
যতদিন তোমাদের পুঁজিবাদী জালে আমিও বিলীন
আমি ভাড়ায় চালিত
যতদিন তোমাদের কারাগার হতে হবেনা জামিন ।
আমি সি এন জি হয়ে রব
যতদিন তোমাদের কারাগার হতে হবেনা জামিন।
তাই গুনে যাই দিন আর গুনে যাই ঋণ
যেন ভাড়া করা বেঁচে থাকা , কুড়িয়ে সুদিন
বড় সাধ ছিল গান গাবো হৃদয়ে আবেগ ঢেলে
দুচার পয়সা পাবো দুটি মন খুশি হলে
ডাল ভাত ভর্তাতে রাতে ঘুম শান্তিতে
কেটে যাবে জীবনটা এভাবে অভাব ভুলে
বুঝতে পারিনি তুমি দিতে নয় নিতে চেয়ে
একটু ভাড়ার বেলা এত উদাসীন।
আমি সি এন জি হয়ে রব
যতদিন তোমাদের কারাগার হতে হবেনা জামিন ।
আমি সি এন জি হয়ে রব
যতদিন তোমাদের পুঁজিবাদী জালে আমিও বিলীন