Bojoy Niye Firlo Kuhka (Vocal Version) ft. Naimul Islam Lyrics
- Genre:Others
- Year of Release:2024
Lyrics
বিজয় নিয়ে ফিরলো খোঁকা
স্বাধীন আবার দেশ,
অশ্রু গড়া দু-চোখে আজ
আনন্দের নেই শেষ।
স্বৈরাচারের পত্তন হলো
ছাড়লেন ওরা দেশ,
স্বাক্ষী হয়ে ছাত্রসমাজ
করলো খেলা শেষ।
শোষণ মুক্ত স্বাধীন আবার
আমার সোনার দেশ,
অশ্রু গড়া দু-চোখে আজ
আনন্দের নেই শেষ।
প্রিয় জন্মভূমি আবার
পেলেন স্বাধীনতা,
দুর হয়ে যাক মায়ের বুকে
আছে যত ব্যাথা।
স্বৈরাচারের পত্তন হলো
মুক্তি পেলো দেশ,
অশ্রু গড়া দু-চোখে আজ
আনন্দের নেই শেষ।
বদ্ধ ঘরে থাকবো না আর
দেখবো জগৎ ঘুরে,
আনন্দের এক শান্তি বার্তা
সারা জগৎ জুড়ে।
পরের অধীন নয় তো আজ
আমার প্রিয় দেশ,
অন্যায় আর জুলুম বাজের
খেলা হলো শেষ।
বিজয়ের খুশিতে আজ
গাই বিজয়ের গান,
ঘাতক বুলেটের আঘাতে
দিলেন যারা প্রাণ।
সম্মান আর গৌরবের
হবেনা যার শেষ,
স্বদেশ প্রীতি গাঁথা মনে
ছড়ায় যে আবেশ।