Lal Sobujer Ei Potaka Lyrics
- Genre:Others
- Year of Release:2023
Lyrics
লাল সুবুজের এই পতাকা
রক্তের দামে কিনে এনেছি
স্বাধীনতার এই সত্য পথে
শহীদানের শত অমর স্মৃতি।।
রক্তপিছল পথ পাড়ি দিয়ে
রাখে যারা এ পতাকার মান
ইতিহাসে বেঁচে আছো শহীদি তাজে
ভুলবো না তোমাদের অবদান।।
মন বেতারে বাজে মুক্তির গান
হৃদয়ে বাজে শুধু বিজয় হাসি(ঐ)
অশ্রু ভেজা এই বিজয়ের মাস
বিষাদে ভরা জানি শত ইতিহাস।।
শহীদ দের স্বপ্নে আঁকা এ ভুমি
চারদিকে শুনি তাই জয়ের ধ্বনি (ঐ)