Ban Batase Jayre Ure KotoJoner Ghor Lyrics
- Genre:Others
- Year of Release:2023
Lyrics
বান বাতাসে যায়রে উড়ে
কতজনার ঘর
এক নিমিষে কত স্বজন
হয়ে যায়রে পর
তুমি ছাড়া নিশ্ব মোরা
ওগো অন্তর্যামী
রহম করো রক্ষা করো
বাংলাদেশের ভূমি
রহম করো রক্ষা করো
পীর আউলিয়ার ভূমি
রহম করো রক্ষা করো
লাল সবুজের ভূমি
শাহজালালের বাংলাদেশে
চলছে হাহাকার
পাপ কলুষির ভিড় জমে যে
ধরেছে আধার
নাফরমানির পাল্লা ভারি
হচ্ছে প্রতিক্ষন
ভোগ বিলাসে মত্ত থাকে
ক্ষনিকের জীবন
হেদায়েতের মালিক তুমি
বিচার দিনের স্বামি
রহম করো রক্ষা করো
বাংলাদেশের ভূমি
রহম করো রক্ষা করো
শাহজালালের ভূমি
তোমার কাছে চাইযে ফানা
সকল গুনাহ্ থেকে
আর দিওনা এমন বিপদ
লাল সবুজের বুকে
দু'হাত তুলে পাক এলাহি
করি প্রার্থনা
পাপ ধরিয়ার নাবিক মোরা
শাস্তি দিওনা
ক্ষমা করো এই জাতিকে
করছি নাফরমানি
রহম করো রক্ষা করো
বাংলাদেশের ভূমি
রহম করো রক্ষা করো
শাহজালের ভূমি