Allama Delwar Hossain Saidi (Allama Saidi) ft. Naimul Islam Lyrics
- Genre:Others
- Year of Release:2024
Lyrics
আল্লামা সাঈদী তোমার রেখে যাওয়া অবদান
এ জাতি ভুলবেনা তোমার কন্ঠে শোনা কুরআন কুরআনের বুলবুলি তুমি রয়ে যাবে আজীবন এ জাতির মনে অমর ও মহান।।
তুমি কুরআনের ময়দানে ছিলে সক্রিয় সদা
জালিম পারেনি হটাতে তোমায় দিয়ে শত বাধা
কুরআনের জন্য নিবেদিত ছিল আকুল প্রাণ
আল্লামা সাঈদী কুরআনের বুলবুলি তুমি
রয়ে যাবে আজীবন এ জাতির মনে অমর ও মহান।।
কারাগারে আধার জীবন কাটালে তেরো বছর
পরিবার সাথী স্বজন ছাড়া কত দুঃখের প্রহর
তবুও ছাড়োনি কুরআনের পথ, রেখে গেছো মোদের তরে শিক্ষা মহান
আল্লামা সাঈদী কুরআনের বুলবুলি তুমি
রয়ে যাবে আজীবন এ জাতির মনে অমর ও মহান।।