Sonar Pakhira Ake Ake Jay Uire Jay Lyrics
- Genre:Others
- Year of Release:2024
Lyrics
সোনার পাখিরা একে একে
যায় উড়ে যায়
ফিরে আর আসে নাতো
এই আঙিনায়
এতো এতো শোক গাঁথা "
কত কি স্মৃতির পাতা
অবুঝ এ হৃদয় শুধু কুড়ে কুঁড়ে খায়।
কতো যে বেদনা বুকে
কতো হাহাকার
এই সোনা মুখ বুঝি
দেখবো না আর
মধুময় সে সুর বাজবে না কানে
ফিরে কভু আসবে না কুরআনের ময়দানে
কিভাবে ভুলি তারে ভেবে তা বারে বারে
চোখের ও নোনাজলে যায় বুক যায় ভেসে যায়।
কি যে এক প্রেম আর
কি যে ভালোবাসা
এক দমকা হাওয়া এসে
ভেঙে দিলো বাসা
ক্ষনিকের দুনিয়াকে জানিয়ে বিদায়
চলে গেলো ঠিকই সে নিজ ঠিকানায়
তবুও এ হৃদয় শুধু কুড়ে কুঁড়ে খায়।
ফিরে আর আসবে না এই আঙিনায়।