Ek Howre Musolman ft. Naimul Islam Lyrics
- Genre:Others
- Year of Release:2024
Lyrics
সইবোনা সইবোনা মোরা
বিশ্ব নবীর অপমান,
শাতিমে রাসূল করতে নিধন
এক হওরে মুসলমান।২
কোন বেয়াদব করছে আঘাত
প্রিয় নবীর পবিত্র শান
ছাড় দেবোনা ছাড় দেবোনা
থাকতে তবো বেঁচে প্রাণ—ঐ
দ্বীন দরদী রাসূল মোদের
ভালোবাসার নবী,
যার প্রেমেতে পাগল এ মন
তামাম ভবের সব'ই—২
কোন সাহসে অপবাদ দেয়
প্রিয় নবীর পবিত্র শান,
কোন সে বাতিল ধররে তাঁকে
ছাড় নেই যে,নেবো প্রাণ —ঐ
কোটি কলিজায় রাসূলের নাম
রবের হাবীব তিনি,
কাটলো আঁধার জাহিলিয়াতে
মুছলো কুফরি গ্লানি—২
সেই কলিজায় কোন সে বাতিল
আঘাত করে যায়,
অপমান করে প্রিয় নবীকে
মনের সুখে গায়
ধররে কল্লা শাতিমে রাসূল
করে দে খানখান,
তাকবীর ধ্বনিতে জিহাদে চল
নিতে ওদের প্রাণ—ঐ