Prio Rahabar Lyrics
- Genre:Others
- Year of Release:2024
Lyrics
একে একে চলে যায় প্রিয় রাহাবার
আমাদের মাঝে ফিরে আসে নাতো আর
বিরহ বেদনায় মন করে হাহাকার...
একে একে চলে যায় প্রিয় রাহাবার...।।
রেখে যায় কতো শত স্মৃতির পাতা
সেই স্মৃতি দেখে বাড়ে মনের ব্যথা
কে নেবে বলো তাদের দায়িত্বের ভার...।।
মুখে ছিলো রবের বাণী আল কুরআন
আলোর দিকে সদা করেছে আহবান
দ্বীনের দায়ী ছিলো সুপথে সদাচার....।।
কিভাবে ভুলব বলো অবুঝ এ মন
নিরবে নিভৃতে কাঁদে অনুক্ষণ
প্রভু তুমি করে নিও তোমার প্রিয়জন।
তোমারই কাছে প্রভু করি যে আবদার।।