Azraela Dhorbe Jokhon (Vocal Version) ft. Shahin Islam Lyrics
- Genre:Others
- Year of Release:2024
Lyrics
আজরাইলে ধরবে যেদিন
সেদিন কোথায় যাবি রে,
বিনা কষ্টে ক্ষমতা তোর
দেশটাকে কত খাবি রে?
ছাত্র যুবা সবাই যখন
ন্যায্য দাবী করছে পেশ,
তখন কেনো তাদের বুকে
গুলি করে করছিস শেষ।
ফেরাউন নমরুদ এর কথা
যদি থাকে মনে তোর,
জেনে রাখিস আঁধার কেটে
ফুটবে জানি আলোর ভোর।
দেশের টাকা লুটেপুটে
রিজার্ভ তবে গেলো কই,
আমি রাজাকার বলছে সবাই
এই ব্যথা ক্যামনে সই।
থাকতো যদি লজ্জা রে তোর
মুখটি থাকতো বন্ধ তোর,
আমরা বেঁচে আছি দেশে
শেষ হবে রে তোরই জোর।