
He Hussain Nobijir Awlad Lyrics
- Genre:Indian Music
- Year of Release:2024
Lyrics
হে হোসাইন নবীজির আউলাদ
সালাম জানাই মোরা তোমায় ।।
জানি না কেমন করে ছিলেন নবী
সোনার মদিনায়,
যে সময় নিষ্ঠুর সীমার তোমার গলায়
তলোয়ার চালাই ।।
যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবীব
নবী মুস্তফায়,
কীভাবে সে গলাতে এজিদের দল
তলোয়ার চালাই ।।
যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন
আম্মা ফাতেমায়
কীভাবে সে মাথাকে নিল তারা
তীরের ও আগাই।
ছয়মাসের দুধের শিশু আলী আজগর
কাতর পিপাসায়,
কীভাবে সে শিশুকে তীর মারিল
পানির বদলায়।