Modinar Kokil Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2023
Lyrics
আমি মদিনার বাগানের কোকিল
আমি মদিনার বাগানের কোকিল
সাল্লে আলা আমার সুর।
আমি মদিনার বাগানের কোকিল
আমি মদিনার বাগানের কোকিল
আমি ভিখারী আপনি দাতা,
আমায় নজর দাও ও আমার আঁকা
আমার নিয়ে যাও মদিনা শহরে
ভীষণ জ্বালা আমার অন্তরে
ভীষণ জ্বালা আমার অন্তরে
পাক পাঞ্জাতনেরই ছদকায়
পাক পাঞ্জাতনেরই ছদকায়
দোয়া কর মনযুর। ঐ
আমি মদিনার বাগানের কোকিল
আমি মদিনার বাগানের কোকিল
সকালে বিকালে উড়ে উড়ে
নবীর গীত আমি গাইব
যখন আসবে মদিনার স্মরণ
নীরবে অশ্রু ঝরাব
আপনার দিদার যদি পেয়ে যায়
আপনার দিদার যদি পেয়ে যায় ( ইয়া রাসুলাল্লাহ (দঃ) )
দুঃখ আমার হবে দুর। ঐ
আমি মদিনার বাগানের কোকিল
আমি মদিনার বাগানের কোকিল
কেঁদে কেঁদে বুক যায় ভেসে
নবী আপনাকে দেখিতে
ঝর্ণার মত অশ্রুধারা
আমার দুই আঁখিতে
তাইতো সেলিমের বুকে মুখে
তাইতো সেলিমের বুকে মুখে
সদাই কান্নার সুর। ঐ
আমি মদিনার বাগানের কোকিল
আমি মদিনার বাগানের কোকিল
সাল্লে আলা আমার সুর।
আমি মদিনার বাগানের কোকিল
আমি মদিনার বাগানের কোকিল