Amar Praner O Murshid Lyrics
- Genre:Indian Music
- Year of Release:2024
Lyrics
আমার প্রাণেরও মুরশিদ প্রেমেরও মুরশিদ
সিরিকোটেরও মহান গাউসে জামান।
তাঁহার নুরের ফয়েজ যখন আসে কলবে
কলব তখন জারি হয় আল্লাহু রবে
খোদারো পথ চিনাও তুমি গাউসে জামান।
মুসিবতে পড়ে যখন কোন আশেকান
হুজুর কিবলা তখন আপনি করেন গো আছান
আওলাদে রাসুল আপনি এটাই তো প্রমাণ।
আঁধার যুগে মানুষ যখন যাচ্ছিল ফিরে
পথ হারাদের আপনি মুরশিদ পথ দেখালেন
না দেখারই বিরহতে কাঁদুক সদা মন।