Sonar Madina Lyrics
- Genre:Indian Music
- Year of Release:2024
Lyrics
আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা
সব ভূলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা ॥
ভূলিনি, ভূলবনা, ভূলতে পারিনা (ঐ)
খোদার সৃষ্টিতে তুমি, শ্রেষ্ট ভূমি হও,
আরশ মুয়াল্লার চেয়ে দামী তুমি হও;
তোমার বুকে করছে শয়ন শাহে মদীনা (ঐ)।
জান্নাতের বাগান তুমি নবী বলেছেন
খাকে শেফার অধিকারী তোমায় করেছেন;
তোমার বুকে প্রবাহিত নূরেরি ঝর্ণা (ঐ)
তোমার বুকে আমার নবীর কদম পড়েছে,
তোমার বুকে জিবরীল আমিন সদা এসেছে;
সলিম বলে কেমন করে যাব মদীনা (ঐ)।