Fee Amanillah Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2023
Lyrics
আবারও সে নুরানি সুরত খানি
দেখতে চাই দু'নয়ন ভরে
আবার আসুক ফিরে মুনিব আমার
হৃদয় টা সিরিকোটে রইবে পড়ে।
ফি আমানিল্লাহ ফি আমানিল্লাহ
ফি আমানিল্লাহ ফি আমানিল্লাহ
না জানি সেই চেহারায় কি আছে
কি আছে সেই হাসিতে
জুড়িয়ে যায় চোখ ছড়িয়ে যায়
শীতল হাওয়া হৃদয়ের পথে
আবার আসুক সেই মায়াবী নজর
ছড়াতে মায়া এই প্রাণের ঘরে
আবারও সে নুরানি সুরত খানি
দেখতে চাই দু'নয়ন ভরে
আবার আসুক ফিরে মুনিব আমার
হৃদয় টা সিরিকোটে রইবে পড়ে।
ফি আমানিল্লাহ ফি আমানিল্লাহ
ফি আমানিল্লাহ ফি আমানিল্লাহ
আশেকের মন প্রাণ ব্যাকুল থাকে
তাঁর খেয়ালে তাঁর খেয়ালে
ভাবনা জুড়ে তাঁর আধিপত্য
কী ভোর কী রাত কী কালে-অকালে
আবার আসুক সে আবার আসুক
ফিরলে সে প্রাণ আসে প্রাণে ফিরে।
আবারও সে নুরানি সুরত খানি
দেখতে চাই দু'নয়ন ভরে
আবার আসুক ফিরে মুনিব আমার
হৃদয় টা সিরিকোটে রইবে পড়ে।
হৃদয় টা সিরিকোটে রইবে পড়ে।
ফি আমানিল্লাহ ফি আমানিল্লাহ
ফি আমানিল্লাহ ফি আমানিল্লাহ