![Ami Hoyechi Bayaat](https://source.boomplaymusic.com/group10/M00/09/16/93fa019c88d64d4fb90ed2e5d383d762_464_464.jpg)
Ami Hoyechi Bayaat Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2023
Lyrics
আমি হয়েছি বায়াত
আমি হয়েছি বায়াত
হুজুর কেবলা তাহের শাহার হাতে রেখে হাত
আওলাদে রাসুল তাহের শাহার হাতে রেখে হাত
আমি হয়েছি বায়াত
আমি হয়েছি বায়াত
হয়েছি বায়াত আমি হয়েছি বায়াত।
হক তরিকার কামেল মুর্শিদ চিনেছে হৃদয়
ফিৎনা ফাসাদের জামানায় পেয়েছি আশ্রয়
হক তরিকার কামেল মুর্শিদ চিনেছে হৃদয়
ফিৎনা ফাসাদের জামানায় পেয়েছি আশ্রয়
ভন্ডদের এ ঘোর তুফানে
নেই যে শঙ্কা আমার মনে
পেলাম আমি কপালগুণে তাহার মতো জাত।(ঐ)
আমি হয়েছি বায়াত
আমি হয়েছি বায়াত
হুজুর কেবলা তাহের শাহার হাতে রেখে হাত
আওলাদে রাসুল তাহের শাহার হাতে রেখে হাত
আমি হয়েছি বায়াত
আমি হয়েছি বায়াত
হয়েছি বায়াত আমি হয়েছি বায়াত।
পথহারা পথিকের মতো ঘুরবো কেন আর
দিশেহারা নয় তো আমি পেলাম রাহবার
পথহারা পথিকের মতো ঘুরবো কেন আর
দিশেহারা নয় তো আমি পেলাম রাহবার
সৈয়দ জসিম ছাড়বো না আর
পবিত্র ওই দামান তাহার
এই দামানে প্রিয় নবির মিলবে শাফায়াত।।(ঐ)
আমি হয়েছি বায়াত
আমি হয়েছি বায়াত
হুজুর কেবলা তাহের শাহার হাতে রেখে হাত
আওলাদে রাসুল তাহের শাহার হাতে রেখে হাত
আমি হয়েছি বায়াত
আমি হয়েছি বায়াত
হয়েছি বায়াত আমি হয়েছি বায়াত।