Farooqi Sangeet Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2023
Lyrics
ফারুকী তোমার দান ভুলে যাওয়ার মতো নয়
ফারুকী তোমার দান ভুলে যাওয়ার মতো নয়
তোমার মাঝে ফুটে উঠেছে
তোমার মাঝে ফুটে উঠেছে
দারুণ করে
হার না মানা পথিকের পরিচয়।
ফারুকী তোমার দান ভুলে যাওয়ার মতো নয়
ফারুকী তোমার দান ভুলে যাওয়ার মতো নয়
দুনিয়াদারি সব একপাশে রেখে
চলেছো দ্বীনের পথে অসীম সাহস বুকে
দুনিয়াদারি সব একপাশে রেখে
চলেছো দ্বীনের পথে অসীম সাহস বুকে
তোমার স্মৃতিতে আজও আসেনি তো কোনো ক্ষয়।
তোমার স্মৃতিতে আজও আসেনি তো কোনো ক্ষয়। (ঐ)
ফারুকী তোমার দান ভুলে যাওয়ার মতো নয়
ফারুকী তোমার দান ভুলে যাওয়ার মতো নয়
বীর হারিয়ে যায় হারায় না বীরগাঁথা
মহাকাল মনে রাখে কালজয়ী বীরের কথা
বীর হারিয়ে যায় হারায় না বীরগাঁথা
মহাকাল মনে রাখে কালজয়ী বীরের কথা
ফারুকী তোমার লোহু বৃথা নয় নয় বৃথা নয়। (ঐ)
ফারুকী তোমার দান ভুলে যাওয়ার মতো নয়
ফারুকী তোমার দান ভুলে যাওয়ার মতো নয়
তোমার মাঝে ফুটে উঠেছে
তোমার মাঝে ফুটে উঠেছে
দারুণ করে
হার না মানা পথিকের পরিচয়।
ফারুকী তোমার দান ভুলে যাওয়ার মতো নয়
ফারুকী তোমার দান ভুলে যাওয়ার মতো নয়
ফারুকী তোমার দান ভুলে যাওয়ার মতো নয়
ফারুকী তোমার দান ভুলে যাওয়ার মতো নয়