Mosibote Na Pai Jodi Koruna Tomar Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2023
Lyrics
মুসিবতে না পাই যদি
মুসিবতে না পাই যদি করুণা তোমার
কবরে হাশরে কি হবে আমার।
কবরে হাশরে কি হবে আমার।
মুসিবতে না পাই যদি
মুসিবতে না পাই যদি করুণা তোমার
কবরে হাশরে কি হবে আমার।
কবরে হাশরে কি হবে আমার।
কবরে হাশরে কি হবে আমার।
আছিগো ডুবে আমি পাপেরি সাগরে
নাজানি কি হবে ওপারে হাশরে..
আছিগো ডুবে আমি পাপেরি সাগরে
নাজানি কি হবে ওপারে হাশরে..
তোমারি সুপারিশ বিনে
তোমারি সুপারিশ বিনে, কেমনে হবো পার।। (ঐ)
কবরে হাশরে কি হবে আমার।
কবরে হাশরে কি হবে আমার।
তুমিতো দিয়েছো দেখিয়ে আলোর পথ
বলেছো সে পথে মিলবে রহমত..
তুমিতো দিয়েছো দেখিয়ে আলোর পথ
বলেছো সে পথে মিলবে রহমত..
কেন যে ভুল পথে আমি
কেনযে ভুল পথে আমি, করলাম জীবন পার।।(ঐ)
কবরে হাশরে কি হবে আমার।
মুসিবতে না পাই যদি
মুসিবতে না পাই যদি করুণা তোমার
কবরে হাশরে কি হবে আমার।
কবরে হাশরে কি হবে আমার।